দানব রাসেলকেও ফেরাল মুস্তাফিজ
প্রকাশিত : ০৯:৫৬, ৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:১৫, ৬ আগস্ট ২০১৮
ওপেনিং ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারকে ফিরিয়ে দিয়ে শুরুটা করেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। এরপর দ্রুতই উইকেট হারাতে থাকলেও ক্যারিবীয়দের একপ্রান্তে দানব হয়ে দাঁড়িয়েছিলেন আন্দ্রে রাসেল। তার দানবীয় ব্যাটিংয়ের উপর ভর করেই জয়ের স্বপ্ন দেখছিলো টিম ওয়েস্ট ইন্ডিজ। এবার দানব হয়ে ওঠা রাসেলকেও ফেরালেন কাটারবয় মুস্তাফিজুর রহমান।
এদিকে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার আগে রাসেলে খেলেন ২১ বলে ৪৭ রানের এক বিধ্বংসী ইনিংস। ছয় চক্কা ও এক চারে এ রান তোলেন রাসেল। রাসেল ছাড়া একমাত্র ক্যারিবীয় ব্যাটসম্যান রামদিন মাত্র একটি ওভার বাউন্ডারি খেলেন। এর আগে শুরুতেই ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে টিম ওয়েস্ট ইন্ডিজ। টাইগার বোলারদের তোপের মুখে একে একে আউট হয়ে যান ওয়াল্টন, ফ্লেচার ও স্যামুয়েলস। স্যামুয়েলসতো টাইগার বোলারদের মোকাবেলা করতেই যেন ভুলে গিয়েছিল।
তার সংগ্রহ ৭ বলে দুই রান।
এমজে/