ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দাপুটে জয়ে শুরু করল পাকিস্তানও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ২ অক্টোবর ২০২২

বাংলাদেশ-ভারতের পর দাপুটে জয় দিয়েই নারী এশিয়া কাপ শুরু করল পাকিস্তানও। রোববার (২ অক্টোবর) সকালে সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বিসমাহ মারুফের দল।

এদিন সকালে টস জিতে প্রথমে মালয়েশিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানের মেয়েরা। তাদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান তুলতে সক্ষম হয় মালয়েশিয়া। ব্যাটারদের মধ্যে কেবল এলসা হাণ্টারই ৫১ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। 

এ ছাড়া সুবিধা করতে পারেননি আর কেউই। পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন। এ ছাড়া দুটি উইকেট পান তুবা হাসান।

মালয়েশিয়ার করা ৫৭ রানের জাবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারেই মাত্র ১টি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সিদ্রা আমিন। এছাড়া মুনীবা আলী ২১ রানে এবং অধিনায়ক বিসমাহ মারুফ ৮ রানে অপরাজিত থাকেন।  

দারুণ বোলিং করে চার ওভারে ১৩ রান দিয়ে ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তুবা হাসান।

সোমবার (৩ অক্টোবর) এই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তার আগে আজ দুপুরে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি ভারতের কাছে হেরে যাওয়া শ্রীলঙ্কা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি