ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

দাবী না মানলে পেট্রোল পাম্প ও ট্যাংক লরী মালিক শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা

প্রকাশিত : ১৪:১১, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১১, ২০ আগস্ট ২০১৬

১২ দফা দাবী না মানলে আগামী ২৮ আগষ্ট সকাল থেকে দুপুর ৩ টা পর্যন্ত দেশের সকল পেট্রোল পাম্প ও ট্যাংক লরী মালিক শ্রমিকরা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ও ট্যাংক লরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এই  ঘোষণা দেন । সংবাদ সম্মেলনে তারা সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাসূল অস্বাভিক হারে বৃদ্বি, তেল বিক্রির কমিশন বৃদ্বি, ট্যাংক লরীর ভাড়া বৃদ্বি, পেট্রোল পাম্প স্থাপনের নীতিমালা পুনর্বিন্যাস, পুলিশি হয়রানি বন্ধ কার সহ মোট ১২ দফা লিখিত দাবী পেশ করেন। সেই সাথে আগামী ২৮ আগষ্টের আগেই ১২ দফা দাবী বাস্তবায়নের আহ্বান জানান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি