ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

দাম কমলো ডিজেলের, অপরিবর্তিত পেট্রোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ৩১ অক্টোবর ২০২৪

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য সামঞ্জস্য রেখে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.৫০ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছে। সেইসঙ্গে কেরোসিন ১০৫.৫০ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা করা হয়েছে। 

তবে অকটেন ও পেট্রোল আগের ১২৫ ও ১২১ টাকায় অপরিবর্তিত রেখে মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। 

নতুন এ দাম আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হবে।
 
এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি