ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

দাম বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের

প্রকাশিত : ১৪:৪১, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ২০:০৫, ২৫ মার্চ ২০১৬

বাজারে দাম বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের। বৈশাখ আসার আগেই ইলিশ মাছের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। চড়া অন্যান্য মাছের দামও। কেজিতে ৫ টাকা করে বেড়েছে মসুর ডাল ও চিনির দাম। তবে, দাম কমেছে আটা, পেয়াঁজের। স্থিতিশীর রয়েছে সবজির বাজার। bazerজাহাঙ্গীর হোসেন। ৪ সদস্যর পরিবার তিনি একমাত্র উপার্জনকারী । প্রতি সপ্তাহেই বাজার করতে আসেন কারওয়ান বাজারে। সব পণ্যর বাজার দর বেড়ে যাওয়া আর বাজার মনিটরিং না থাকায় হতাশ তিনি। পহেলা বৈশাখ আসার আগেই দাম বেড়েছে  ইলিশের। প্রতি জোড়া ছোট ইলিশ দাম রাখা হচ্ছে ১৮০০ টাকা। শোল মাছ কেজিতে ৫০০ টাকা আর ছোট মাছের মধ্যে বাতাসি,চিংড়ীর দাম রাখা হচ্ছে ৮০০ টাকা প্রতি কেজী। এদিকে মুদির দোকানে কেজীতে ৫ টাকা করে বেড়েছে মুসর ডাল ও চিনির দাম। দাম  কমেছে আটা,পেয়াঁজের। আর সবজির বাজার স্থিতিশীল হলেও সালাদ আইটেম শষা,টমেটোর দাম বেড়েছে। মাংসের বাজারে গরুর মাংসের দাম রয়েছে স্থিতিশীল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি