ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

দিনাজপুরের নবাবগঞ্জে বায়োচার সম্পর্কিত প্রশিক্ষণ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২২ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৩৬, ২২ এপ্রিল ২০১৮

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুরে বায়োচার প্রজেক্টের আয়োজনে দাউদপুর সিসিডিবি প্রকল্প অফিসে দিনব্যাপী বায়োচার প্রয়োগে কৃষক ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ৭নং দাউদপুর ইউনিয়নের ২০ জন সফল কৃষকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান, আরো উপস্থিত ছিলেন কিচেন কাউন্সিলর শেফালী মার্ডি, মিডিয়া কর্মী এম এ সাজেদুল ইসলাম (সাগর) প্রমুখ।

বায়োচার প্রশিক্ষণ স্টিফান হেম্রমের সঞ্চালনায় কর্মশালাটির সভাপতিত্ব করেন সিসিডিবি এরিয়া ম্যানেজার পার্থ প্রতিন সেন।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি