ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিনাজপুরে প্রচুর রসুন চাষ হলেও ফলন কম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

দিনাজপুরে এ’বছর প্রচুর রসুন চাষ হলেও রোগ-বালাইয়ের কারণে ফলন কম হয়েছে। আর বাজারে দাম কম থাকায় লোকসানে বিক্রি করতে হচ্ছে কৃষককে। এতে করে আবাদের খরচও তুলতে পারছেনা তারা। এদিকে ফরিদপুরে রসুনের ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশ কৃষকেরা।

দিনাজপুর জেলায় এ মৌসুমে রসুনের চাষ হয়েছে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে শুধু খানসামা উপজেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে। মোট আবাদের ৮০ ভাগই চাষ হয় এই উপজেলায়।

এক বিঘা জমিতে রসুন আবাদ করতে খরচ হয় ৪০ থেকে ৪২ হাজার টাকা। ভালো ফলন হলে প্রায় ৬০ মন ফলন পাওয়া যায়। এক মন রসুন বিক্রি হচ্ছে ছয়শ টাকা। বর্গা চাষীরা পড়েছেন আরো বিপাকে।

এদিকে স্বল্প চাষে রসুন আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ।

আবহাওয়া অনুকুলে থাকায় গতবারের তুলনায় এ’বছর রসুনের ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন ফরিদপুরের কৃষকেরা।

জেলায় এ বছর আগের চেয়ে ২১০টন বেশি রসুন উৎপাদন আশা করছে কৃষি বিভাগ।

আগামীতে রসুন চাষে সরকারের সব ধরণের সহযোগিতা কামনা চান এ’অঞ্চলের কৃষকেরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি