দিনাজপুরে বাসচাপায় ৪ ভ্যানযাত্রী নিহত
প্রকাশিত : ০৯:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০২৪
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিআরটিসি বাসের চাপায় যাত্রীবাহী ভ্যানের ৪ জন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রানীরবন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে বিআরটিসির যাত্রীবাহী ওই বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে উপজেলার রানীবন্দর বাজারে বিপরীতমুখী একটি ভ্যানকে চাপা দেয় ওই বাসটি। এতে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়।
এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।
রংপুর-দিনাজপুর হাইওয়ের রানীরবন্দর এলাকায় বিআরটিসির রংপুরগামী বাস যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা চার আরোহী নিহত হন।
ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এএইচ
আরও পড়ুন