ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ৬ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধান-বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস ও ট্রাকের ড্রাইভার, বাসের ২ যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শুক্রবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে।

নিহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। এ বিষয়ে বাকি বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন ওসি ওমর ফারুক। 

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি