ঢাকা, শুক্রবার   ৩১ জানুয়ারি ২০২৫

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২১ এপ্রিল ২০১৭

দিনাজপুরের চিরিরবন্দরে একটি চালকলের বয়লার বিস্ফোরণের দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

আরও ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের শরীরের ৮০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে। প্রতিবেশী ও স্বজনরা জানান, বুধবার দুপুরে রানীগঞ্জে সুবল ঘোষের মালিকানাধীন যমুনা অটোরাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়। এতে অন্তত ৩০ জন দগ্ধ হয়। গুরুতর আহত ১৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান মারা যান ৩ জন। আজ সকালে মারা যান রুস্তম আলী নামে আরও একজন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি