দিনে ফুচকা বিক্রেতা, রাতে চিত্রশিল্পী [ভিডিও]
প্রকাশিত : ০০:১০, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
ফুচকা বিক্রেতা সবার প্রিয় আজিজ ভাই। দিনের আলোতে যেমন নিপুন হাতে বানান সুস্বাদু ফুচকা। তেমনি নিঝুম রাতে পেন্সিলের আঁচরে মনের মাধুরী মিশিয়ে আঁকেন ছবি।
প্রকৃতি, মানুষ, গ্রামীন জীবন-সহ এ পর্যন্ত অর্ধ শতাধিক ছবি এঁকেছেন তিনি। নিজের আকা ছবি নিয়ে প্রদর্শনী করার ইচ্ছে থাকলেও তা কখনো করা হয়ে ওঠেনি।
অবশেষে জেলা প্রশাসকের উদ্যোগে স্থানীয় একুশের বই মেলায় চলছে আব্দুল আজিজের আঁকা ছবির প্রদর্শনী।
আব্দুল আজিজ বলেন, ছবিগুলো নিয়ে প্রদর্শনী করার ইচ্ছে থাকলেও অর্থের অভাবে তা কখনো হয়ে ওঠেনি। জেলা প্রশাসন একুশের বই মেলা চত্বরে তার আঁকা ছবির প্রদর্শনী করায় কৃতজ্ঞ তিনি।
এদিকে বই মেলায় আসা পাঠক-দর্শক তার আঁকা ছবি দেখে মুগ্ধ। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না পেয়েও একজন সাধারণ মানুষের মাঝে এমন প্রতিভা দেখে অবাক অনেকেই।
এদিকে ভবিষ্যতে এমন আরও প্রতিভাবান খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
ভিডিও লিংক:
আরও পড়ুন