ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কচুরীপানা দিয়ে তৈরি ভাসমান ধাপের উপর সবজি চাষ

প্রকাশিত : ০৯:৪১, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৪১, ১৬ নভেম্বর ২০১৬

গোপালগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কচুরীপানা দিয়ে তৈরি ভাসমান ধাপের উপর সবজি চাষ। নিম্ন জলাভূমি আর মাটি-পানির লবনাক্ততা বাড়ায় অনেকেই এখন ঝুঁকছেন ভিন্নধর্মী এ সবজি চাষে। কোনরকম কৃত্রিমতা ছাড়াই এসব ধাপের উপর চাষ হওয়া সবজির চাহিদাও অনেক। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সবজি সরবরাহ করা হচ্ছে আশপাশের বিভিন্ন জেলায়। গোপালগঞ্জের ৫ উপজেলার প্রায় পুরোটাই নিম্নাঞ্চল। এসব এলাকায় চাষযোগ্য জমির অপ্রতুলতায় কচুরীপানা দিয়ে ভাসমান ধাপ তৈরী করে তার উপর চলছে বিভিন্ন সবজির চাষ। বছরের বেশিরভাগ সময় এলাকাগুলো পানিতে তলিয়ে থাকায় ভিন্ন এ পদ্ধতিতে চাষ করা হচ্ছে। ঢেঁড়শ, লাল শাক, পুঁই শাক, শশা, ফুটি, লাউ, কুমড়াসহ প্রায় সব ধরনের সবজিই চাষ করা যাচ্ছে ধাপগুলোর উপর। বর্তমানে এ পদ্ধতির সাথে জড়িত আছেন জেলার কয়েক হাজার কৃষক। কোন সার বা কীটনাশক ব্যবহার না করায় এখানকার উৎপাদিত সবজির চাহিদাও রয়েছে বেশ। বিভিন্ন জেলার পাইকাররা ভাসমান এই সবজির হাট থেকে কিনে নেন সবজি। এতে করে ক্রেতারা যেমন পাচ্ছেন টাটকা সবজি, তেমনি ভাল দাম পাওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন বিক্রেতারাও। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভাসমান ধাপের উপর সবজি চাষে কৃষকদের সহযোগিতা করছে স্থানীয় কৃষিবিভাগ। ভিন্নধর্মী এ ধরণের চাষাবাদকে উৎসাহিত করতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা দেয়ার আহবান জানিয়েছেন স্থানীয়রা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি