ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দিল্লিতে কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

দিল্লির আলিপুরে একটি রংঙের কারখানায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে ভয়ংকর আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, চার ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ১১ জন নিহত হন।

এ ছাড়া এ ঘটনায় দুই জন নিখোঁজ এবং চারজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ১১ জনই কারখানার কর্মী। বিস্ফোরণের ফলে বাড়ির ছাদ ভেঙে পড়ে যায়। আগুনের পুড়ে যাওয়ায় লাশ শনাক্ত করার চেষ্টা চলছে।

তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। রংঙের কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় ছিল। আগুন পাশের একটি বাড়িতে এবং একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও ছড়িয়ে যায়, তবে দমকল কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি