দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে আরএসএস’র মিছিল
প্রকাশিত : ১৪:০২, ১০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৪:০৭, ১০ ডিসেম্বর ২০২৪

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লি’র ব্যানারে ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে বিক্ষোভ মিছিল চলছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার পর দিল্লির চাণক্যপুরী থানার তিনমূর্তি চক থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও যোগ দিয়েছেন।
তবে তাদেরকে শেষ পর্যন্ত দূতাবাস অবধি যেতে দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট নয়। কারণ, রাস্তায় ব্যারিকেড আছে। তাই তারা এখন এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভ মিছিলে প্রায় সবার হাতেই প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। প্ল্যাকার্ডে- “বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন!”, “বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুমবাজি বন্ধ করো! সেভ বাংলাদেশি হিন্দুজ” এমন বেশ কিছু স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে দেশটির হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘসহ (আরএসএস)।
আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম বিষয়ক প্রধান রজনীশ জিন্দাল বলেন, বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর ওপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ। ওই কর্মসূচিতে দেশের ২০০টির বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
এএইচ
আরও পড়ুন