দিল্লিতে ভূমিকম্প অনুভূত
প্রকাশিত : ১৯:৩১, ১৫ অক্টোবর ২০২৩
৩.১ মাত্রার কম্পনে কেঁপে উঠল দিল্লি। দেখতে গেলে মাত্রা খুব বেশি হয়তো নয়। তবে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে।কম্পনটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ থেকে ৯ কিলোমিটার দূরে।
রোববার বিকেলে এই কম্পন অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠেছে উত্তর ভারতের বিভিন্ন এলাকা।
ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
গত ৩ অক্টোবরও ভূমিকম্পে কেঁপেছিল দিল্লি। ১২ দিন পর আবারও সেখানে ভূমিকম্প হলো।
এর আগে, রোববার ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে কয়েক দিন আগে দুটি বড় কম্পনের পর ফের নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে।
এ ছাড়া গত সপ্তাহের শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পাঁচটি বড় ধরনের আফটারশক হয়। এতে ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরে দেশটির ক্ষমতাসীন তালেবান প্রশাসন জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৪৫ জনে পৌঁছেছে।ে
এসবি/
আরও পড়ুন