ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দিল্লি ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবায় শীর্ষেই জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:০৪, ১৩ জানুয়ারি ২০১৮

দিল্লি ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় শীর্ষেই আছেন বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। পঞ্চম রাউন্ডের খেলা শেষে সাইফ স্পোর্টিংয়ের এ তারকা পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন।

শুক্রবার সকালে পঞ্চম রাউন্ডের খেলাতে জিয়া তাজিকিস্তানের গ্র্যান্ড মাস্টার আমানাতভ ফারুককে হারান। গ্র্যান্ড মাস্টার জিয়া কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে ফারুকের রিক্টর রজার বিশ্লেষণ ধারার বিরুদ্ধে খেলে ২৩ চালে জয়ী হন।

তাহসিন তাজওয়ার জিয়া দুই পয়েন্ট এবং মিজানুর রহমান এক পয়েন্ট পেয়েছেন। পঞ্চম রাউন্ডে তাহসিন ভারতের ওমনডোনকা লিওন লুকরের সঙ্গে ড্র করেন। মিজান নেপালের হেমাল মানিষের কাছে হেরে যান।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি