দিল্লি থেকে আসা ১৯ রোহিঙ্গা সাতক্ষীরায় আটক
প্রকাশিত : ১২:১৫, ১১ অক্টোবর ২০১৭
সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাকরা সীমান্ত থেকে ১৯ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা ভারতের দিল্লি থেকে বাংলাদেশে এসেছে বলে জানা গেছে। আজ বুধবার সকালে পদ্মশাকরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছে ১০ শিশু, ছয় নারী ও তিন পুরুষ।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতের সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফের সহায়তায় এই রোহিঙ্গারা ভারত থেকে বাংলাদেশে আসে। ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় তারা মিয়ানমার থেকে দিল্লিতে গিয়েছিল। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে খবর পেয়ে দিল্লিতে বসবাস করতে থাকা এসব রোহিঙ্গা দিল্লি থেকে বাংলাদেশে চলে এসেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটকরা বেশ ক্লান্ত। তাদের খাদ্য ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমআর/এআর
আরও পড়ুন