দিশায় ৫০ জনের নিয়োগ
প্রকাশিত : ১৬:০৯, ২১ ডিসেম্বর ২০১৭
ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা । সংস্থাটি বর্তমানে পিকেএসএফ, স্ট্রাম ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৫০ জনকে নিয়োগ দেবে । আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা
সহযোগী এলাকা ব্যবস্থাপক বা অডিট অফিসার বা মনিটরিং অফিসার ( সব পদ পিও-০১ পদমর্যাদায়)-৫০ টি।
যোগ্যতা
যে কোন বিষয়ে মাস্টার্স পাশ। তবে সব পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫ অথবা ২য় শ্রেণি থাকতে হবে। জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তদের লাঞ্চ ভাতা ও মোটর সাইকেল মেরামত খরচসহ মাসিক সর্বসাকুল্যে ৩২,০০০ টাকা প্রদান করা হবে। এছাড়া সংস্থায় প্রচলিত অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের কপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবিযুক্ত মোবইল নাম্বারসহ স্বহস্তে লিখিত দরখাস্ত প্রতিষ্ঠানটির ঠিকানায় ডাকযোগে অথবা (hr@disabd.org) ই-মেইলে পাঠাতে পারেন।
এছাড়া আবেদনটি সম্পর্কে বিস্তরিত জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.disabd.org) এবং বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
যে ঠিকানায় আবেদন পাঠাবেন
পরিচালক (মানবস্মপদ ও প্রশাসন) দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ ।
আবেদনের শেষ সময়
আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারি,২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
/ এম / এআর
আরও পড়ুন