দীপিকার আগে সিংঘমের অডিশন দিয়েছিলেন ক্যাটরিনা!
প্রকাশিত : ১৫:০৭, ১০ ডিসেম্বর ২০২২
সিংঘম এগেইনে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই খবর সামনে আসার পর থেকেই বেশ উত্তেজিত নায়িকার ভক্তরা। তবে মহিলা পুলিশের আইডিয়া কিন্তু রোহিতকে আগে দিয়েছিলেন ক্যাটরিনাই!
বৃহস্পতিবার ‘সার্কাস’-এর একটি গানের লঞ্চে রোহিত শেট্টি ঘোষণা করেন তার সিংঘম এগেইনে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যার ফলে রোহিতের কপ-ইউনিভার্সের প্রথম মহিলা পুলিশ হতে চলেছেন দীপিকা (শিল্পা শেট্টিও হয়েছেন, তবে সেটা সিনেমায় নয় ওয়েব সিরিজে)। কিন্তু জানেন কি, দীপিকার আগে সিংঘমের জন্য অডিশন দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। অনেক অনুরোধও করেছিলেন যাতে রোহিত তাকে একটা সুযোগ দেয় পুলিশ হওয়ার।
রোহিতের ‘সিংঘম’ সিরিজ শুরু হয় ২০১১ সালে অজয় দেবগনের হাত ধরে। এরপর ২০১৪ সালে আসে সিংঘম রিটার্নস, যাতে ছিলেন অজয়ই। ২০১৮ সালে রণবীর সিং-কে নিয়ে আসে সিম্বা। রোহিতের কপ ইউনিভার্সে তারপর আসে অক্ষয় কুমারের সূর্যবংশী, যাতে কেমিও করেছিলেন রণবীর-অজয়, ক্যাটরিনা। আর সেই ছবির প্রোমোশনেই রণবীরের শো ‘দ্য বিগ পিকচার’-এ অতিথি হয়ে এসেছিলেন রোহিত শেট্টি আর ক্যাটরিনা কাইফ।
সেই শো-তে ক্যাটরিনাকে বলতে শোনা গিয়েছিল রোহিতকে উদ্দেশ্য করে, ‘আমার মনে হয় সূর্যবংশীর পর আপনার উচিত মহিলা পুলিশ নিয়ে একটা ছবি বানানো।’ এরপর শাড়ির সঙ্গেই মাথায় পুলিশের টুপি পরে অডিশনও দেন স্টেজে। সিম্বার একটি দৃশ্যও অভিনয় করেন রণবীরের সঙ্গে। মানে আইডিয়াটা কি তাহলে ক্যাটরিনার থেকেই পেয়েছিলেন রোহিত?
প্রসঙ্গত, রোহিতের কপ ইউনিভার্সে কিন্তু পুলিশ অফিসারের চরিত্রে এর আগে দেখা মিলেছে শিল্পারও, তবে তা যদিও সিনেমা নয়, ওয়েব সিরিজ। নাম ইন্ডিয়ান পুলিশ ফোর্স। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা, শিল্পা শেট্টি, আর বিবেক ওবেরয়। ২০২২-এর এপ্রিলে অ্যামাজন প্রাইমের তরফ থেকে এটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। ২০২৩-এই মুক্তি পাওয়ার কথা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসবি/