ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অঞ্জু

প্রকাশিত : ১৫:১৫, ২৪ জানুয়ারি ২০১৯

দীর্ঘদিন পর সিনে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন ঢালিউডের এক সময়ের সাড়া জাগানো নায়িকা অঞ্জু ঘোষ। পরিচালক সাঈদুর রহমান সাঈদের ‘মধুর ক্যান্টিন’ সিনেমার শুটিং-এ অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি। গত ২১ জানুয়ারি কলকাতা থেকে ঢাকায় আসেন এই নায়িকা। সব কিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি তিনি শুটিং-এ অংশ নিবেন।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে পাবনায় গেছেন অভিনেত্রী। সেখানে একটি আশ্রমে যাওয়ার কথা রয়েছে তার। দুইদিন বাদে ঢাকায় ফিরবেন অঞ্জু। ঢাকায় ‘মধুর ক্যান্টিন’ সিনেমার শুটিং হবে।
প্রসঙ্গত, ‘মধুর ক্যান্টিন’ সিনেমাতে মধু দা’র স্ত্রী যোগমায়া চরিত্রে অভিনয় করবেন তিনি। মধু দা’র চরিত্রে অভিনয় করছেন ওমর সানি। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তান সেনাবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের ওপর নৃশংস হামলা চালায়। মধুর ক্যান্টিনের মধু দা’কেও হত্যা করা হয়। তখনকার প্রেক্ষাপট নিয়েই সিনেমার গল্প। এছাড়া এই সিনেমাতে অতীতের সঙ্গে বর্তমানের মেলবন্ধন দেখানো হবে।
সিনেমার প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন ওমর সানি, মৌসুমী, মহসীন পলাশ ও সোহানা সাবাসহ অনেকে। গত বছর ২২ বছর পর দেশে এসেছিলেন অঞ্জু ঘোষ।

উল্লেখ্য, অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন তিনি। ১৯৮২ সালে ফোক-ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন তাকে। অঞ্জুকে নিয়ে তৈরি করেন ‘সওদাগর’ চলচ্চিত্র। এরপর ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্র তাকে এনে দেয় রাতারাতি জনপ্রিয়তা। ঢালিউডে প্রায় ৫০টি সিনেমার অভিনেত্রী তিনি।
১৯৯৬ সালে দেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতায় বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি