ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকে’র মধ্যে চুক্তি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ৯ জুলাই ২০২৪ | আপডেট: ২১:০৫, ৯ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (বিবি-এলটিএফএফ) তে অংশগ্রহণকারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে কমিউনিটি ব্যাংকের একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। 

এফএসএসপি-এর অধীনে সম্প্রতি সমাপ্ত এলটিএফএফ-এর সাফল্যের উপর ভিত্তি করে, বাংলাদেশ ব্যাংক এখন বেসরকারি খাতের সংস্থাগুলি, প্রধানত রপ্তানিমুখী উৎপাদনশীল (ছোট, মাঝারি এবং বড়) সংস্থাগুলির জন্য দীর্ঘমেয়াাদী অর্থায়ন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ ৯ জুলাই, ২০২৪ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ফাইন্যান্সিয়াল সেক্টর সার্পোট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্ট এর পরিচালক মিস. লিজা ফাহমিদা ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মসিউল হক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিস. হুসনে আরা শিখাসহ কেন্দ্রীয় ব্যাংকের উর্ব্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংকের হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট মিস. হাসি রাণী ব্যাপারী এবং হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট জনাব জেড এম মাসির বিন কুদ্দুস এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি