ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

দীর্ঘ ১৫ বছরেও শেষ হয়নি নারায়ণগঞ্জে বোমা হামলার বিচার

প্রকাশিত : ১০:৩৮, ১৬ জুন ২০১৬ | আপডেট: ১০:৩৮, ১৬ জুন ২০১৬

দীর্ঘ ১৫ বছরেও শেষ হয়নি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলার বিচার। এ ঘটনায় গ্রেফতার হওয়া জঙ্গিদের জোট সরকারের আমলে ছেড়ে দিয়ে, উল্টো মামলার আসামী করা হয় ভুক্তভোগীদের। পরে, ত্বত্ত্বাবধায়ক সরকারের সময় শুরু হয় মূল মামলার তদন্ত। আর, মহাজোট সরকার ক্ষমতায় এলে মামলাটির বিচার শুরু হলেও, এর ধীর গতিতে ক্ষুব্ধ নিহতের পরিবার ও ভুক্তভোগীরা। যুদ্ধাপরাধী গোলাম আজমকে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষনার পর টার্গেটে পরিণত হয় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। ২০০১ সালের ১৬ জুন শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগ অফিসে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। ওই হামলায় ৪ জন নারীসহ প্রাণ হারান ২০ জন । আহত হন অর্ধশতাধিক। এর পর কেটে গেছে ১৫টি বছর। পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে আছেন অনেকে। মামলার ধীর গতিতে হতাশ মামলার বাদী এডভোকেট খোকন সাহা। তবে দ্রুততম সময়ের মধ্যে মামলা নিস্পত্তি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বলে জানান পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন। মামলার গুরুত্ব বিবেচনায় আরও আগে শেষ হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি