ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দুই গোল দিয়ে বিরতিতে নেদারল্যান্ডস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ৩ ডিসেম্বর ২০২২

প্রথমার্ধের শুরু ও শেষটায় আক্রমণের পসরা সাজিয়ে বসে যুক্তরাষ্ট্র। কিন্তু মাঝখানের সময়েই দুটি গোল খেয়ে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে তাদের। 

শনিবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত নকআউটের প্রথম ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আছে নেদারল্যান্ডস। গোল দুটি এসেছে বার্সা তারকা মেমফিস ডিপাই ও আয়াক্স ডিফেন্ডার ডেলি ব্লাইন্ডের পা থেকে।

অথচ ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। তিন মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল তারা। কিন্তু ডি বক্সে ক্রিস্তিয়ান পুলিসিচের নেওয়া শট ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক নপার্ট। এক্ষেত্রে নেদারল্যান্ডসের ভাগ্য ভালো বলতে হবে। কারণ নিজেদের নেওয়া প্রথম শটেই গোলের দেখা পায় লুইস ফন গালের দল।  

খেলার ১০ম মিনিটে ওয়ান টাচ পাসিংয়ে পাল্টা আক্রমণে যায় ডাচরা। বেশ সহজেই ভেঙে ফেলে যুক্তরাষ্ট্রের রক্ষণ দেয়াল। ডান প্রান্ত থেকে দামফ্রাইসের পাসে বল পেয়ে সুনিপুণ দক্ষতায় জালের ঠিকানা খুঁজে নেন মেমফিস ডিপাই। শেষ ২৪ আন্তর্জাতিক ম্যাচে এটি তার ২২তম গোল।

পরে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার ব্লাইন্ড। যার ফলে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় ডাচরা।

এনএসএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি