ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৮ সেপ্টেম্বর ২০২৪

দুই ম্যাচের প্রীতি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রোববার (৮ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মাঠে নামছে দু'দল। এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই জামাল ভূঁইয়া। প্রথম ম্যাচে তার পরিবর্তে লাল-সবুজ জার্সিধারীদের অধিনায়কত্ব করেছিলেন তপু বর্মণ। তবে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সিনিয়র সোহলে রানা।

ইনজুরির কারণে নেই ফরোয়ার্ড রাকিব হোসেন। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শাহরিয়ার ইমন। এছাড়া ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় এসেছেন ইসা ফয়সাল।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, শাকিল, ইসা ফয়সাল, সাদ উদ্দিন, সোহেল রানা, মো. সোহেল রানা, হৃদয়, ফাহিম, শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমন। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি