ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দুই পরীক্ষার্থীর জন্য ১৪ শিক্ষক, তবুও পাস করেনি কেউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ১৬ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৪:০২, ১৬ অক্টোবর ২০২৪

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের ফকিরহাট মহিলা কলেজ থেকে কেউ পাস করেনি। কলেজটিতে দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং শিক্ষক সংখ্যা ১৪ জন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সূত্রে এ তথ্য জানা যায়। গত বছরেও শতভাগ অকৃতকার্যের তালিকায় ছিল এই কলেজ।

কলেজটির অধ্যক্ষ আবু তাহের খন্দকার নব তথ্যটি নিশ্চিত করেন বলেন, ফকিরহাট মহিলা কলেজ থেকে এ বছর রিয়া খাতুন ও রাফিয়া আক্তার নামের দুই জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। আজ ফল প্রকাশে ওই দুই শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। 

অধ্যক্ষ আরও বলেন, শুধুমাত্র পাঠদানের অনুমতি নিয়ে কলেজটি চালানো হচ্ছে এরই মধ্যে কলেজ কর্তৃপক্ষ (নিজেদের অভ্যন্তরীণ) সৃষ্ট দ্বন্দ্বের কারণে কলেজটি প্রায় বন্ধ হওয়ার পথে বসেছে।

এবার এইচএসসি পরীক্ষার প্রাপ্ত ফলাফলে দিনাজপুর বিভাগের ৮টি জেলার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে গাইবান্ধা জেলা। এই জেলার পাসের হার ৭৬.৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪৯৮ জন শিক্ষার্থী।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি