ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দুই পেনাল্টিতে মধুর প্রতিশোধ রিয়ালের!

প্রকাশিত : ০৯:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

ঘটনাবহুল ম্যাচে লেভান্তেকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগে লেভান্তের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। গত অক্টোবরে রিয়ালকে তাদেরই মাঠে একই ব্যবধানে হারিয়েছিল লেভান্তে।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে দুই পেনাল্টির কল্যাণে লেভান্তেকে হারিয়েছে সান্তিয়াগো সোলারির দল।

ম্যাচের শুরু থেকেই লেভান্তের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে রিয়াল। ৩১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট ফিরিয়ে দেন লেভান্তের গোলরক্ষক। ৩৯ মিনিটে টনি ক্রুস নষ্ট করেন গোলে সুযোগ। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে এগিয়ে দেন ফরাসি তারকা করিম বেনজেমা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে লেভান্তে। সাফল্যও পেয়ে যায় তারা। ৬০ মিনিটে রজার মারতি গোল করে লেভান্তেকে ১-১ গোলে সমতায় ফেরান।

এরপর অক্রমণের গতি বাড়িয়ে দেয় রিয়াল শিবির। ভাসকিউস-মদ্রিচের চেষ্টা ব্যর্থ হয়। তবে ৭৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। আবারও পেনাল্টি পায় তারা। এবার স্পট কিক থেকে গোল করে দলকে ২-১ গোলে লিড এনে দেন গ্যারেথ বেল।

৮৬ মিনিটে রিয়াল মাদ্রিদের নাচো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর দুই মিনিট পর ৮৮ মিনিটে লেভান্তের রুবেন রোচিনা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ম্যাচের বাকিটা সময় চেষ্টা করেও আর কেউ গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি