ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

দুই মাসের মধ্যে ফোর জি সেবা : তারানা হালিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৫৯, ১৮ আগস্ট ২০১৭

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, ফোর জি সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি। অনুমোদনের জন্য ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে ফাইল ছাড়ের দুই মাসের মধ্যেই ফোর জি সেবা দেওয়া সম্ভব হবে। সোমবার খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইন্টারনেটের গতি বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে বিটিসিএল কাজ করছে। আগের চেয়ে গতি বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন হলে আরও গতি বৃদ্ধি পাবে। এসময় প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা সদর থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। আলোচনা সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক-উজ্জামান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও ফকির সাইফুল ইসলাম বক্তৃতা করেন।   

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি