ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই মিটার দূরত্বে কেন থাকবেন

সেরীন ফেরদৌস

প্রকাশিত : ২৩:১৫, ২৭ মার্চ ২০২০ | আপডেট: ২৩:১৬, ২৭ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সবাই বলছেন ২ মিটার (৬ ফিট) দূরে থাকতে। এই ২ মিটারের ব্যাপারটি কেন এলো? একজন মানুষের হাঁচি, কাশি বা মুখের থুথু সর্বোচ্চ ২ মিটার দূরে যেতে সক্ষম। চিকিৎসাবিজ্ঞানীরা এটাকেই ‘ম্যাজিক’ নাম্বার হিসেবে ভাবেন।

যেহেতু করোনা ভাইরাসটি ‘ড্রপলেট’ তথা মুখ ও নাক নিঃসৃত তরল পদার্থের সাথেই বাইরে বের হয়, তাই এর বিস্তার রোধে একজন মানুষ থেকে আরেক জনকে কমপক্ষে ২ মিটার দূরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্বাস্বাস্থ্য সংস্থা শুরুতে ‘সামাজিক দূরত্বে’র কথা বললেও গতকাল বৃহস্পতিবার থেকে এই টার্মটি পরিবর্তন করেছে। এখন তারা ব্যবহার করছে ‘ব্যক্তিগত দূরত্ব’ টার্মটি! যেহেতু, কে আক্রান্ত আর কে নন, তা জানা মুশকিল। তাই সাবধানতা অবলম্বনের জন্য প্রত্যেককেই প্রত্যেকের কাছ থেকে ৬ ফুট দূরে থাকতে বলা হয়েছে। (ফেসবুক থেকে নেওয়া)

লেখক: কানাডায় কর্মরত কমিউনিটি নার্স।

এমএস/এসি
 


** লেখার মতামত লেখকের। একুশে টেলিভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি