ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

দুই সিটিতে নির্বাচন উৎসবমুখর হয়েছে: ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ১২ জুন ২০২৩ | আপডেট: ২১:২৮, ১২ জুন ২০২৩

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট পর্যবেক্ষণ করেছেন সিইসিসহ সব নির্বাচন কমিশনার। নির্বাচন উৎসবমুখর হয়েছে বলে জানিয়েছে ইসি।

সোমবার (১২ জুন) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় দুই সিটির ভোট পর্যবেক্ষণ করে ইসি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, সুষ্ঠু ব্যবস্থাপনা ভোটারদের ভোট কেন্দ্রে আসতে, ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। সুষ্ঠু, অবাধ নির্বাচন হচ্ছে, কোনো পক্ষ থেকে কোনো বাধা আসেনি। 

তিনি বলেন, ‘আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি। আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে যে ফিডব্যাকটা পেলাম খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে নির্বাচন হচ্ছে।’

আহসান হাবিব খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সুন্দর নির্বাচন পরিচালনায় সহায়তা করছে। অতীতের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে আশা করা যাচ্ছে। ইভিএম নিয়ে এখনও কোনো ঝামেলার খবর পাওয়া যায়নি। কোনো সমস্যা হলে সেটা তাৎক্ষণিক সমাধান করছে নির্ধারিত টিম। 

ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে ৪টার পরেও ভোটগ্রহণ চলতে থাকবে বলে জানান এই নির্বাচন কমিশনার।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি