দুই সিটি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার
প্রকাশিত : ১৮:৪৩, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৪৪, ২৩ এপ্রিল ২০১৮
গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। বিকেল পাঁচটায় মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন সাত জন। আজ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এসে দু`জন মেয়র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তাদের একজন জামায়াত সমর্থিত প্রার্থী সানাউল্লাহ মিয়া। এছাড়াও ৩১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩ জন নারী কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। সেই হিসেবে সিটি কর্পোরেশনটির ৫৭ টি ওয়ার্ডে এবার ২৬০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। তাছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৮৪ জন নারী প্রার্থী।
অন্যদিকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। কিন্তু ৩৪ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৫ জন নারী কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। যার ফলে হতে যাওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে ৩১ টি ওয়ার্ডে ১৫৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৪৩ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
উল্লেখ্য আগামী ১৫ মে সিটি কর্পোরেশন দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আআ/এসি
আরও পড়ুন