ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দুই সিরিজে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১৯ জুলাই ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

দলে ফিরেছেন এডাম জাম্পা, মার্কুস স্টয়নিস, সিন অ্যাবট ও অ্যাস্টন আগার। তবে দুই সিরিজে থাকছেন না টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্রাম দেয়া হয়েছে তাকে। এছাড়া দুটি সিরিজে থাকছেন না ট্রাভিস হেড। প্রথম সন্তানের বাবা হবেন তিনি।

সর্বশেষ শ্রীলংকা সফরে অস্ট্রেলিয়া দলে ছিলেন না জাম্পা। পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের শেষ চার ম্যাচে খেলতে পারেননি আগার। এবার দলে ফিরেছেন তিনিও। 

শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি সিরিজে খেলেননি কামিন্স। তবে গ্রীষ্মে ব্যস্ত সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কামিন্সকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেল। 

কামিন্সের জায়গায় দলে নেয়া হয়েছে অ্যাবটকে। শ্রীলংকা সফরে টি-টোয়েন্টি সিরিজের আগে নেটে অনুশীলনে আঙুলের ইনজুরিতে পড়েন তিনি। ফলে পুরো লংকান সফরই মিস করেন অ্যাবট। 

ইনজুরিতে শ্রীলংকা সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন স্টয়নিস। তবে এবার দলে ফিরেছেন তিনিও। 

এছাড়া শ্রীলংকা সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জস ইংলিশ, মিচেল সোয়েপসন, ম্যাথু কুনেমান ও ঝেই রিচার্ডসন।

জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ ও ৩১ আগস্ট এবং ৩ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচ হবে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে।

জিম্বাবুয়ে সিরিজ শেষে ৬, ৮ ও ১১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই সিরিজের সবগুলো ম্যাচ হবে কেয়ার্নসের ক্যাজালিস স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, এডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শন অ্যাবট, স্টিভ স্মিথ, মার্কুস স্টয়নিস, জস হ্যাজেলউড, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাস্টন আগার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি