ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দুই স্ত্রী আমার, বর্তমান আয়ে আর চলে না : দুতের্তে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:১১, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

বর্তমান বিশ্বে আলোচিত-সমালোচিত রাষ্ট্রনায়কদের মধ্যে রদ্রিগো দুর্তেতের নাম সম্ভবত প্রথম সারিতে থাকবে। মাদক নির্মূল ইস্যূ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলে নানান সময়ে আলোচনায় আসেন তিনি। এবার আলোচনায় এসেছেন ব্যক্তিগত বিষয় নিয়ে।
সরাসরি নিজের বেতন বাড়ানোর দাবি করেছেন ফিলিপিনের এই প্রেসিডেন্ট। এর কারণ হিসেবে জানালেন তার দুজন স্ত্রী, খরচ বেশি তাই বর্তমান বেতনে আর চলে না।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে রাখঢাক না করেই ওই দাবি জানান। রদ্রিগো দুতের্তে জানান, তার বেতন একেবারেই চলার মতো নয়। বেতনে খাবার জন্য আলাদা টাকাও দেওয়া হয় না।
তিনি বলেন, কত বেতন পাই আপনারা সবই তা জানেন। দুজন স্ত্রী আমার। তাই, মাত্র ৩,৮৬০ ডলার আয়ে আর চলে না। আমার মাসিক দশ লাখ ফিলিপিনো পেসো পাওয়া উচিত।
জানা গেছে, প্রথম স্ত্রীর জন্য বেশ কিছুটা চাপেই রয়েছেন প্রেসিডেন্ট দুতের্তে। ১৯৯৮ সালে খোরপোষের দাবি জানান তার প্রথম স্ত্রী এলিজাবেথ জিমারম্যান। তাকে সেই টাকা দিতেই বেতনের অনেকটা খরচ হয়ে যায়। বিষয়টি চেপে রাখতে পারেননি প্রেসিডেন্ট দুতের্তে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ফিলিপাইনের প্রাক্তন প্রেসিডেন্ট বেনগিনো অ্যাকুইনো একটি নির্দেশিকায় স্বাক্ষর করে দেশের চাকরিজীবী ও সামরিকবাহিনীর কর্মীদের বেতন বাড়িয়ে দেন। বর্তমানে ফিলিপাইনের প্রেসিডেন্টের বেতন আগামী বছর বেড়ে হচ্ছে মাসিক ৭৭১৪ ডলার। তার আগেই এনিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন রদ্রিগো দুতের্তে।
সূত্র: ইনকোয়ারার।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি