ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

দু’একদিনের মধ্যেই জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ

প্রকাশিত : ১৫:৩৭, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৭, ২১ নভেম্বর ২০১৬

দু’একদিনের মধ্যেই জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। এরইমধ্যে বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীরা জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের সুপারিশ ও অতীত রাজনীতির ভূমিকা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। পার্বত্য অঞ্চলের তিনটি বাদে দেশের সব জেলা পরিষদ পেতে যাচ্ছে নির্বাচিত চেয়ারম্যান। আগামী ২৮ডিসেম্বর হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। সংশোধিত জেলা পরিষদ আইন-২০০০ অনুযায়ী একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য এবং সংরক্ষিত ৫ জন নারী সদস্য নির্বাচন করা হবে। দলের প্রার্থী হতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশিদের ভিড়। এ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের সকল পর্যায়ে নিশ্চিত হচ্ছে নির্বাচিত প্রতিনিধি। তবে জনগনের সমর্থন নেই বলেই বিএনপি এ নির্বাচনে আসছে না বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা। আর নির্বাচিত হলে মাঠের রাজনীতির বাইরে প্রশাসনিকভাবে উন্নয়ন তরান্বিত হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশিরা। মাঠের সমর্থন আমলে নিয়েই কেন্দ্র থেকে প্রার্থী বাছাই করা হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি