ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দু’দফা ব্যর্থের পর চাঁদে রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে নাসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ১৬ নভেম্বর ২০২২ | আপডেট: ০৯:১৭, ১৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কারিগরি সমস্যায় দুই দফা ব্যর্থ হওয়ার পর আবারও চাঁদের উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণ করতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার উৎক্ষেপণ কেন্দ্র থেকে আজ বুধবার রকেটটি চাঁদের উদ্দেশে পাঠানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 

নাসার সদর দপ্তর থেকে আর্টেমিস-১ নামে এ প্রকল্পের ব্যবস্থাপক বিষয়টি নিশ্চিত করেছেন। 

আর্টেমিস-১ প্রকল্পটি হচ্ছে নতুন চন্দ্র অভিযানের জন্য মানুষবিহীন মহাকাশযান নিয়ে পরীক্ষামূলক এক মিশন। আর্টেমিস-১ প্রকল্পের ‘স্পেস লঞ্চ সিস্টে’ (এসএলএস) রকেট এখন পর্যন্ত নাসার বানানো সবচেয়ে শক্তিশালী রকেট।

এরপর আর্টেমিস-২ প্রকল্পের অধীনে ২০২৪ সাল নাগাদ মানুষসহ অভিযান পরিচালনা করা হবে।

চাঁদে মহাকাশ গবেষকদের স্থায়ী অবস্থান গড়ার উদ্দেশ্যেই পরিচালনা করা হচ্ছে এই অভিযান। বলা হচ্ছে, ভবিষ্যতে অনেক দূরের মঙ্গলগ্রহে অভিযান পরিচালনার জন্য মধ্যবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহার করা যেতে পারে চাঁদকে।

চাঁদে মানুষের প্রথম পদচিহ্ন পড়ার ৫০ বছর পর আবারও এ ধরনের একটি অভিযান চালাতে যাচ্ছে নাসা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি