ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দু’দিন আগেই শেষ হচ্ছে বইমেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ১০ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দু’দিন আগেই শেষ হচ্ছে এই বইমেলা। আগামী ১২ এপ্রিল সোমবার এবারের অমর একুশে বইমেলা শেষ হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (১০ এপ্রিল) সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংবাদটি সব ধরনের মিডিয়ায় প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয় অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘অমর একুশে বইমেলা ২০২১’  শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। (বাসস)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি