দুবাইতে `এসো গড়ি মাতৃভূমি` এনআরবি সম্মেলন
প্রকাশিত : ১৮:৫০, ৬ অক্টোবর ২০১৮
প্রবাসীরা নানা সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশ গঠনের শুরু থেকে। তাদের রেমিটেন্স আহরণে দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এবার প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ বিনিয়োগ সুযোগের আহ্বান জানিয়েছে সেন্টার ফর এনআরবি। শুক্রবার রাতে দুবাই এর একটি স্থানীয় হোটেলে `কাম এন্ড বিল্ড ইয়োর মাদারল্যান্ড` শীর্ষক কনফারেন্স আয়োজন করে সংগঠনটি।
সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সঞ্চালনায় কনফারেন্সে অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া, দুবাই এ্যাম্বাসির শীর্ষ কর্মকর্তা ইকবাল হোসেন খান এবং রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়াসহ অনেকে।
কনফারেন্সে বাংলাদেশের প্রেসিডেন্ট এডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি পৃথক বাণী পড়ে শুনানো হয়।
কনফারেন্সে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রসংশা করে বলেন, তাদের রেমিটেন্সে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোন ধরনের সমস্যায় না পড়ে সেদিকে সংশ্লিস্টদের নজর রাখার আহ্বান জানান তিনি।
দুবাই এ্যাম্বাসির শীর্ষ কর্মকর্তা ইকবাল হোসেন খান বলেন, প্রবাসীরা যাতে সঠিকভাবে ভোটার আইডি কার্ড পায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কনফারেন্সে রিহ্যাব এর পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া।
এসএইচ/
আরও পড়ুন