ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুবাই’তে কোটি টাকার লটারি জিতলেন দুই বাংলাদেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুবাইয়ে ‘বিগ টিকিট’র সবশেষ সাপ্তাহিক ড্র-তে ১ লাখ ৫০ হাজার দিরহাম করে জিতে নিয়েছেন দুই বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা ৪৯ লাখ ৫৮ হাজার টাকার বেশি। অর্থাৎ দুই বাংলাদেশি মিলে জিতেছেন প্রায় এক কোটি টাকা।

গালফ নিউজের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে এএফপি।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই বাংলাদেশির মধ্যে একজনের নাম আবু মনসুর আলী আহমেদ। ফুজাইরাহতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে।

১৯৯২ সালে দুবাই যান মনসুর। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে তিনি প্রথম বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। তখন থেকে প্রতি মাসেই ২০ বন্ধুর এক দলের সঙ্গে লটারি কিনে আসছিলেন তিনি।

এদিকে লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সেটা এখনও জানাননি তিনি। তবে তিনি আবারও এই ড্র-তে অংশ নিবেন বলে নিশ্চিত করেছেন।

আরেক লটারি বিজয়ী হলেন কাতার প্রবাসী বাংলাদেশি রহমত উল্লাহ। সুপারভাইজার পদে কর্মরত রহমত ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে প্রতি মাসে পাঁচ বন্ধুর সঙ্গে টিকিট কিনে আসছিলেন।

ড্র-তে লটারি জয়ের ফোন পেয়ে রহমত উল্লাহ উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আমি খুবই খুশি, বিগ টিকিট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’ 

পুরস্কারের টাকা দিয়ে রহমত নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন।

এদিকে, দুই বাংলাদেশির পাশাপাশি তিন ভারতীয়ও এই লটারি জিতেছেন বলে জানায় গালফ নিউজ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি