দুর্গাপূজা সামনে রেখে রাজধানীর পূজা মন্ডপগুলোতে প্রস্তুতি
প্রকাশিত : ১২:১৯, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:২৩, ২৭ সেপ্টেম্বর ২০১৭
দুর্গাপূজা সামনে রেখে রাজধানীর পূজা মন্ডপগুলোতে জোরেশোরে প্রস্তুতি চলছে। কারিগররা রং তুলির আঁচড়ে শেষবারের মত রাঙ্গিয়ে দিচ্ছেন দেবীকে। এবার দেশব্যাপী ৩০ হাজার মন্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে সবধরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।
এবার নৌকায় চড়ে দূর্গাদেবী আসবেন ধরায়, প্রস্থান করবেন ঘোড়ায় চড়ে। ২৬ সেপ্টেম্বর দেবীর আগমনকে স্বার্থক করতে আয়োজনের এমন তোড়জোড় রাজধানীর পূজা মন্ডপগুলোতে।
সময়মত দেবীকে মন্ডপে বসানো আর পছন্দ মত প্রতিমা তৈরি করার ব্যস্ততায় ঘুম নেই কারিগরদের। শেষ মুহুর্তে চলছে দেবীর শরীরে রংয়ের আঁছড় দেয়া, কাপড়ে মোড়ানো আর অলংকার পরানোর কাজ।
শারদীয় দূর্গাউৎসবকে কেন্দ্র করে জমজমাট কলকা, টায়রা, টিকলি, গনেশমুকুটসহ বিভিন্ন আনুসাঙ্গিক জিনিস বেচাবিক্রি।
এবার মন্ডপগুলোতে রোহিঙ্গা শরাণার্থীদের জন্য প্রার্থনা এবং তাদের জন্য বিশেষ ত্রাণ তহবিল গঠন করার পরিকল্পনা করা হয়েছে। পাঁচ দিনব্যাপী আয়োজন সফল ও নির্বিঘœ করতে সবার সহায়তা কামনা করেছেন আয়োজক কমিটির এই নেতা।
সবার জন্য মঙ্গল আর সুন্দর একটি বছরের বার্তা নিয়ে দূর্গা দেবী আসবেন ধরায় এমনটি প্রত্যাশা সবার।