ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্গ ভাড়া করে বিয়ের প্রস্তুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ১১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৫৩, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সব কিছু ঠিকঠাক। দুই একদিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়বেন ভারতের আলোচিত তারকা জুটি বিরাট-অনুশকা। আর এরই মধ্য দিয়ে বিরাট কোহালি ও অনুশকা শর্মার বিয়ে নিয়ে সব জল্পনার অবসান ঘটবে। পরিবারের সদস্যদের নিয়ে ইতিমধ্যেই ইতালি গেছেন বিরুষ্কা।

কিন্তু কোথায় হবে তাদের বিয়ের অনুষ্ঠান? তা নিয়ে জল্পনা এখনও চলছে। প্রথমে শোনা যাচ্ছিল, ইতালির মিলানেই তাদের মিলন হচ্ছে। কিন্তু না। এবার বিয়ে নিয়ে সামনে এসেছে নতুন তথ্য। সূত্রের খবর, ইতিমধ্যেই ইতালির ৮২০ বছরের পুরনো ঘাসে মোড়া গ্রাম তুষ্কানির এক ঐতিয্যবাহী দুর্গ ভাড়া নেওয়া হয়েছে বিরাট-অনুষ্কার পক্ষ থেকে। সেখানে ইতিমধ্যে বিয়ের মঞ্চ সাজানোর কাজ শুরু হয়েছে৷ 

শোনা যাচ্ছে, ১২ ডিসেম্বর পাঞ্জাবি মতে বিয়ে অনুষ্ঠিত হবে। আর আগামী ২৬ ডিসেম্বর মুম্বাইতে গ্র্যান্ড রিসেপশন হবে।

বিয়ের পর কিছুদিন ইতালিতে ছুটি কাটিয়ে এই জুটি দেশে ফিরবেন বলে শোনা যাচ্ছে।

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি