ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্ঘটনার কবলে এভ্রিল পিছিয়ে গেল শ্যুটিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ২১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সড়ক দূর্ঘটনায় আহত হয়ে শ্যুটিং পিছিয়ে গেল `মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাঈম ওরফে এভ্রিলের। একটি খণ্ড নাটকে তার অভিনয়ের কথা ছিল। ১৫ ডিসেম্বর নাটকের শ্যুটিং ডেট ঠিক করা হলেও তার আগের দিন সড়ক দুর্ঘটনার শিকার হন এভ্রিল। ফলে পিছিয়ে যায় নাটকের শ্যুটিং।  

এভ্রিল এই নাটকে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করবেন। সেখানে দেখা যাবে সাহিল ও স্নেহার সুখের সংসার। এর মাঝেই বিদেশ থেকে আসে স্নেহার বয়ফ্রেন্ড রিয়াদ। তার সঙ্গে গোপনে দেখা করে স্নেহা। এটি কোনোভাবে মেনে নিতে পারে না সাহিল। এই নিয়ে স্নেহা ও সাহিলের মধ্যে শুরু হয় পারিবারিক অশান্তি। তারপর নাটকের গল্প অন্য দিকে মোড় নেয়।

নাটকে অভিনয় প্রসঙ্গে এভ্রিল বলেন, এই নাটকের গল্পটি আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া এখানে অভিনয় করবেন সজল ভাই। বলতে পারি ছোট বেলা থেকেই তার ওপর আমি ক্রাশ খেয়ে আছি। এ জন্য আমি বেশ খুশি।

আহসান হাবিব সকালের রচনায় ‘এমনো তো প্রেম হয়’ শিরোনামের নাটকটি পরিচালনা করবেন জুনায়েদ বিন জিয়া। নাটকটিতে এভ্রিলের বিপরীতে অভিনয় করবেন সজল ও পাভেল ইসলাম। চলতি মাসের শেষ দিকে নাটকটির শ্যুটিং হবে বলে জানা গেছে।  

  

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি