ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দুর্দান্ত ওয়াসিম-শাদাবে সহজ লক্ষ্য পেল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ২৭ অক্টোবর ২০২২

পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল জিম্বাবুয়ে। তবে সেই ধারাবাহিকতা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ক্রেইগ আরভিনের দল। দুই পাক বোলার মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খানের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৩১ রানের সহজ লক্ষ্যই পায় বাবর আজমের দল।

পার্থে এদিন টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রানের পুঁজি পায় ডেভিড হটনের শিষ্যরা।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ভয়ডরহীন ক্রিকেট খেলার ইঙ্গিত দেয় জিম্বাবুয়ে। তার ফলও পায় তারা। ইনিংসের পঞ্চম ওভারেই দলীয় রান চল্লিশ ছাড়িয়ে যায়। তবে হারিস রউফের করা ওই ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন অধিনায়ক ক্রেইগ আরভিন। তার আগে দুই বাউন্ডারিতে ১৯ রান করেন তিনি।

এরপরই মূলত ব্যাটিং অর্ডারে ধস নামে জিম্বাবুয়ের। পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার ওয়েসলি মাধভেরে (১৭)। 

এই দুই উইকেট হারিয়ে জিম্বাবুয়ে রান তোলার গতি কিছুটা কমে যায়। তবুও একা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সাবেক অধিনায়ক শন উইলিয়ামস। দলের পক্ষে এদিন ২৮ বলে সর্বোচ্চ ৩১ রান আসে এই বাঁহাতির ব্যাট থেকেই।

দলীয় ৯৫ রানে চতুর্থ উইকেট পতনের পর পাকিস্তানি বোলারদের তোপের মুখে ওই রানেই মুহূর্তেই ৭ম উইকেট নেই হয়ে যায় জিম্বাবুয়ের। যার ফলে মনে হচ্ছিল অল্পতেই অলআউট হয়ে যাবে জিম্বাবুয়ে। 

কিন্তু শেষদিকে ব্রাড ইভান্সের ১৯ ও রায়ান বার্লের অপরাজিত ১০ রানে দলটির ইনিংস থামে ৮ উইকেটে ১৩০ রানে।

পাকিস্তানি বোলারদের মধ্যে এদিন পেসার মোহাম্মদ ওয়াসিম ২৪ রানে ৪টি উইকেট নেন। এছাড়া স্পিনার শাদাব খান ৩টি ও হারিস রউফ নেন ১টি উইকেট।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি