ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্দান্ত জয়ে কাবাডির দুই ইভেন্টেই ফাইনালে গবি

গবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়ন-২০২২’র তৃতীয় আসরে দুর্দান্ত জয়ে কাবাডির পুরুষ এবং নারী দুই ইভেন্টের ফাইনালে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। এদিন সেমিফাইনালে তারা হারিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি)।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সেমিফাইনালের প্রথম ম্যাচে নারী কাবাডি দল এবং দুপুরে পুরুষ কাবাডি দল দুই প্রতিপক্ষকে বিধ্বস্ত করে ফাইনালে স্থান করে নিয়েছে।

এদিন, সকাল ১০টায় প্রমীলা কাবাডিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)কে ১৩-৪৮ ব্যবধানে উড়িয়ে দেয় শারাবান তহুরার দল। পরের ম্যাচে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩১-৮৮ ব্যবধানে তুলোধোনা করে নিজেদের জাত চেনায় গণ বিশ্ববিদ্যালয়।

আগামীকাল (১৮ সেপ্টেম্বর) ফাইনালের প্রথম ম্যাচে আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে সকাল ১০টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রমীলা কাবাডি দলের সঙ্গে লড়বে গবির প্রমীলা কাবাডি দল এবং দুপুর ২টায় ছেলেদের ফাইনাল ম্যাচে গণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লড়বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যকার বিজয়ী দল।

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি