ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দুর্দান্ত ফিল্ডিং হয়েছে আমাদের: মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ২৭ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপে অলিখিত সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তানকে ৩৭ রানে হারিয়েছে মাশরাফিরা। ২০১৬ সালের মতো পাকিস্তানকে হারিয়ে আবারও এশিয়া কাপের ফাইনালে টাইগাররা। এই জয়ে আগামীকাল শুক্রবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচে মুশফিক ও মিথুনের ব্যাটে চড়ে ২৩৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ২০২ রানে থামে পাকিস্তানের ইনিংস। ম্যাচ জেতার কৃতিত্ব বোলারদের দিলেন অধিনায়ক মাশরাফি।

অধিনায়ক মাশরাফি কোন উইকেট পাননি। তবে প্রায় আট ফুট লাফিয়ে তিনি শোয়েব মালিকের যে ক্যাচ ধরেছেন তা বাংলাদেশি দর্শকদের চোখে দীর্ঘদিন লেগে থাকবে। তবে পাকিস্তানের ব্যাটিং ইনিংস ধসিয়ে দিতে একাই ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ভালো বোলিং করেছেন মিরাজ, মাহমুদউল্লাহ, রুবেল সবাই। এমনকি সৌম্য সরকারও পেয়ে গেছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট।

আর তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে বোলারদের কৃতিত্ব দিলেন মাশরাফি। বলেন, ‘আমরা আজ কিছুটা ভিন্ন কৌশল খাটিয়েছি। সাধারণত আমি বল শুরু করি, কিন্তু আজ আমরা মিরাজকে দিয়ে শুরু করেছি। বোলাররা দারুণ বল করেছে।’

এছাড়া ৯৯ রান করে দলকে বিপদ থেকে টেনে তোলার জন্য মুশফিক ও ৬০ রান করে বড় ভূমিকা রাখা মোহাম্মদ মিথুনের কথা বলতেও ভোলেননি নড়াইল এক্সপ্রেস। বলেন, ‘মুশফিক আর মিথুন সত্যি দারুণ ব্যাটিং করেছে।‘

আর ম্যাচে দুর্দান্ত ফিল্ডিংয়ের কথা বলতেও ভুললেন না তারকা ক্রিকেটার। মাশরাফি নিজেই ‘সুপারম্যান’র মতো ডাইভ দিয়ে অসাধারণ ক্যাচ ধরেছেন শোয়েব মালিকের। রুবেল হোসেনও লাফিয়ে উঠে ক্যাচ নিয়েছেন। মাঠে ফিল্ডারদের দারুণ ভূমিকার কথা বলতে গিয়ে তিনি বলেন,  ‘আমাদের ফিল্ডিং নিয়ে আমরা আজ গর্ব করতে পারি। অনেকদিন ধরেই এমন ভালো ফিল্ডিং দেখিনি। তাই আশা করি ছেলেরা ভালো ফিল্ডিংয়ের গুরুত্ব বুঝতে পারবে। আমাদের ব্যাটিং আর বোলিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। আমি ভাগ্যবান যে আমি ক্যাচটা মিস করিনি, কারণ শোয়েব মালিক দারুণ ফর্মে ছিল, কিন্তু সবমিলিয়ে ফিল্ডিং দুর্দান্তই হয়েছে।‘

আগামীকাল শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ দিকে, দলে নেই সাকিব-তামিম। অধিনায়ক মাশরাফিও তা স্বীকার করে নিলেন। তিনি বলেন, ভারত অনেক সিরিয়াস দল। কিন্তু আমাদের সাকিব এবং তামিম নেই। তবে আমি আশা করি শুক্রবার ছেলেরা তাদের নিজেদের আসল সামর্থ্য দেখাবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি