দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিতে জড়িয়ে: ইলন মাস্ক
প্রকাশিত : ১২:৫৯, ১৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৩:০৩, ১৬ জানুয়ারি ২০২৫
দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। এ বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া এক্সে প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্পঘনিষ্ঠ মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে দুর্নীতিবাজ বলে আখ্যা দিয়েছেন ইলন মাস্ক। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে এই প্রতিক্রিয়া দেন ইলন।
ইলন মাস্ক লিখেছেন, ‘শিশুকল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী দুর্নীতিবাজদের রক্ষা করছেন। তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।
দুর্নীতির একাধিক অভিযোগের মুখে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন তিনি। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক।
মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
যদিও সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করেছেন, জানিয়েছেন সরকারকে ‘বিভ্রান্তি’ থেকে দূরে থাকতে তিনি পদত্যাগ করেছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইতিমধ্যে টিউলিপের স্থলে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন।
এএইচ
আরও পড়ুন