ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্নীতি দমনে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর

প্রকাশিত : ১৫:৪১, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪১, ৩০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

dudukদুর্নীতি দমনে রাজনৈতিক নেতাদের স্বদিচ্ছার পাশাপাশি সব মানুষেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বুধবার সকালে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিতর্ক ও কার্টুন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বাঁচাতে তরুন প্রজন্ম ও বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের এখনই উদ্বুদ্ধু করতে হবে। অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মানুষের বিবেককে জাগ্রত করা না গেলে দুর্নীতি দমন করা সম্ভব নয়। তিনি বলেন, শুধু মামলা দিয়ে দুর্নীতি কমানো সম্ভব নয়, তাই দুর্নীতির আগেরই সেটি প্রতিরোধ করতে দুদককে ভূমিকা নিতে হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি