ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:২৬, ২ জুলাই ২০১৭

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ কিছু পর্যবেক্ষনসহ এ আদেশ দেন। এরফলে নিম্ন আদালতে স্বাভাবিক বিচার চলতে কোনো বাধা নেই।
গত ৭ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একাংশের পুনঃতদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে ৯ মার্চ খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। আদেশের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবীরা। রোববার আপিল বিভাগও আবেদন খারিজ করে দেন।
সিংক: খুরশীদ আলম খান, দুদকের আইনজীবী
আপিল বিভাগের পর্যবেক্ষণের আদেশ না দেখে কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন খালেদার আইনজীবীরা।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন মামলাটি এখন আত্মপক্ষ সমর্থন পর্যায়ে রয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি