ঢাকা, বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দুর্নীতি মামলায় এসআই আকবরের ৩ বছরের কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৩৬ লাখ টাকা অবৈধ অর্জনের অভিযোগে দুদকের মামলায় খুলনার গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকবর শেখের তিন বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেনআদালত। 

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে  খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ আদেশ দেন।

দুদক খুলনার পিপি সেলিম আল আজাদ জানান, ওই কর্মকর্তার নাম মো. আলী আকবর শেখ ও তাঁর স্ত্রীর নাম নাজমা আকবরের বিরুদ্ধে ২০২২ সালের ৩ আগস্ট দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে খুলনা দুদক কার্যালয়ে মামলাটি করেন। 

আলী আকবর সর্বশেষ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করেছিল দুদক। বর্তমানে ওই মামলা আদালতে বিচারাধীন। এ কারণে আলী আকবর বর্তমানে সাময়িক বরখাস্ত হিসেবে আছেন।

দুদক খুলনার পিপি খন্দকার মজিবুর রহমান বলেন, রায় ঘোষণার সময়ে অভিযুক্ত এসআই শেখ আলী আকবর কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি