ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

দুর্যোগ ঝুঁকি হ্রাসে জাতীয় কর্মশালা শুরু করতে যাচ্ছে রেড ক্রিসেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ২৯ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:৫৮, ২৯ আগস্ট ২০২২

স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাথে যৌথ উদ্যোগে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় তিন বছরের জন্য একটি পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশীপ প্রকল্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

ঢাকা, সিলেট ও রাজশাহী জেলার ঝুঁকিপূর্ণ অঞ্চল এবং কক্সবাজারের টেকনাফে আশ্রয় দেয়া স্থানীয় জনগোষ্ঠী ও 8টি রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত হবে প্রকল্পটি। এই প্রকল্পের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনপদের মাঝে দুর্যোগ পূর্বাভাস, প্রস্তুতি, প্রতিরোধ, সচেনতা ও সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পর্যায়ে প্রকল্প পরিচিতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, ‘প্রকল্পটি মানবিক ও স্বাস্থ্য সংকটময় মুহূর্তে ঝুঁকিপূর্ণ জনপদের মানুষকে প্রস্তুত ও প্রতিরোধসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা পালন করবে।’ 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর।

জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় থাকা বাংলাদেশের প্রভাব তীব্রতর হচ্ছে। সাথে যুক্ত হয়েছে মহামারীর প্রভাব। এ সকল ক্ষতি মোকাবেলায় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, মহামারী ও অতিমারীকালীন প্রস্তুতি এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যোগাযোগের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ জনপদের উন্নয়নে এবং ঝুঁকিহ্রাসে প্রকল্পের কাজসমূহ আনুপাতিক হারে বৃদ্ধির লক্ষ্যে কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের পর প্রথম বছরেই দুর্যোগপ্রবণ জনপদের প্রায় ১ লাখ ৬৫ হাজার ৫১৬ জন মানুষকে জরুরি সেবার আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। 

ডিরেক্টরেট জেনারেল অফ ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস এর অর্থায়নে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড ক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি), ড্যানিশ রেড ক্রস ও জার্মান রেড ক্রসের সম্মিলিত সহযোগিতায় আয়োজিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিডিআরসিএস’র ব্যবস্থাপনা পর্ষদের সদস্য রাজিয়া সুলতানা লুনা, এম. মনজুরুল ইসলাম, মস্তাক আহমেদ পলাশ, চৌধুরী সারোয়ার জাহান, মহাসচিব কাজী শফিকুল আযম, উপ-মহাসচিব মো. রফিকুল ইসলাম এবং আইএফআরসির হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলেসহ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, পার্টনার সোসাইটি এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি