ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘দুলাভাই জিন্দাবাদ’ এ জমবে মিম বাপ্পীর রসায়ন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ১৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:১৬, ২০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

শুক্রবার মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’ । মনতাজুর রহমান আকবর পরিচালিত দুলাভাই জিন্দাবাদ ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন লাক্স সুন্দরী খ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবিতে মৌসুমীর ছোট বোনের চরিত্রে দেখা যাবে মিমকে। ছবিতে দুই বোনের অসাধারণ গল্প  আর চিত্রনায়ক বাপ্পী ও মিমের রসায়ন নিয়ে এই প্রতিবেদন-

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে মিমের চরিত্রের নাম ‘যমুনা’। মৌসুমীর চরিত্রের নাম ‘জোসনা’। ছবির আরেক অভিনেতা ডিপজল যমুনার (মিম) দুলাভাই। ডিপজলের স্ত্রী জোসনা (মৌসুমী)। যমুনা কলেজে পড়ে। থাকে বোন-দুলাভাইয়ের কাছে। অপরদিকে উপজেলা সদরের আশপাশের গ্রামগুলোতে বাল্যবিবাহ-সংক্রান্ত সচেতনতামূলক কাজ করে বেড়ায় এই জোসনা।  

অপরদিকে ছবিতে মিমের নায়ক বাপ্পী, ‘দুলাভাই জিন্দাবাদ’ এই জুটির তিন নম্বর ছবি। দুলাভাই জিন্দাবাদে বাপ্পী মিমের রসায়ন ঝড় তোলবে দর্শকদের মনে। তাঁদের আগের দুটি ছবি ‘সুইটহার্ট’ ও ‘আমি তোমার হতে চাই’। সামনের মাসেই চার নম্বর ছবি ‘দাগ’-এর শুটিং শুরু হবে।

‘দুলাভাই জিন্দাবাদ’ নিয়ে মিম বললেন, ‘আমার চরিত্রটি একটু চঞ্চল ধরনের। সারাক্ষণ সেজেগুজে থাকে যমুনা। ভ্যানচালক দুলাভাইকেই বাবার চোখে দেখে। মফস্বলের একটা মেয়ের গল্পই দেখবেন দর্শক।’

সিনেমাটি নিয়ে মৌসুমী বলেন, ‘আশি–নব্বইয়ের দশকে গ্রাম-গঞ্জের দর্শকেরা উপজেলা ও জেলা শহরের প্রেক্ষাগৃহে এ ধরনের গল্পের ছবি দেখতে ভিড় করত। মাঝে বহুদিন এ ধরনের গল্পের ছবি তৈরি হয়নি। একটা জেনারেশন এ ধরনের ছবি দেখার সুযোগ পায়নি। তাই নতুন প্রজন্মের দর্শকের কাছে ছবিটি পছন্দ হতে পারে। সঙ্গে মহিলা দর্শকও হলে আসবেন, এটা মনে হচ্ছে।’

অপরদিকে বহুদিন পর ঢাকাই সিনেমায় মুক্তি পাচ্ছে ডিপজলের সিনেমা। সিনেমাটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী। ছবিটি নিয়ে সবার কাছে তিনি সিঙ্গাপুর থেকে দোয়া চেয়েছেন। এই ছবিতে অনেক কষ্ট করে তিনি কাজ করেছেন বলেও জানান। সবাই যেনো হলে গিয়ে ছবিটি দেখে সেই আহ্বানই করেছেন ডিপজল।

উল্লেখ্য, রাজেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম, আহমেদ শরীফ, দিলারা, অমিত হাসান, অরুণা বিশ্বাস, নাদির খান, ববি, জ্যাকি আলমগীর, এনার্জি বাদল, শবনম পারভীন, ইলিয়াস কোবরা, সুব্রত।

 এসএ/

‘দুলাভাই জিন্দাবাদ’ট্রিজার দেখতে ক্লিক করুন নিচের লিংকে -

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি