ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘দুলাভাই জিন্দাবাদ’ শতাধিক হলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৫৩, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটি ২০ অক্টোবর, শুক্রবার ১২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। ছবিতে আরো আছেন মৌসুমী, বাপ্পি ও মিম।

পরিচালক মনতাজুর রহমান বলেন, আমি বিশ্বাস করি সিনেমাটি দেখার জন্য দর্শক হলে আসবে। দর্শক সিনেমায় সুন্দর গল্প দেখতে চায়। একটি সুন্দর গল্প এ সিনেমাটিতে রয়েছে। পাশাপাশি শিল্পীদের ভালো অভিনয় দর্শক দেখতে চায়। আশা করি এই ছবিটি দর্শক সবই পাবে।

রাজেস ফিল্ম প্রযোজিত এই ছবিতে মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুণা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ।

সামাজিক প্রেক্ষাপটে পারিবারিক আবেগ-অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে সিনেমা দুলাভাই জিন্দাবাদ। ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। সঙ্গীত পরিচালনা করছে ইমন সাহা।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি